মুদি দোকানের আইটেম এর নাম জানা থাকলে, পণ্য কিনতে সুবিধা হয়। মুদি পণ্যের তালিকা জানা থাকলে, দোকানে সেই পণ্য রাখা সহজ হয়। কাস্টমার দোকানে আসার পর প্রয়োজনীয় পণ্য না পেলে, ভবিষ্যতে আপনার দোকানে কম আসবে।
সুপার শপগুলোর জনপ্রিয়তার অন্যতম কারণ হল, একসাথে সব পণ্য পাওয়া যায়। সে হিসাবে আপনার মুদি দোকানে এসে যদি মুদি পণ্য না পায়। তাহলে, কাস্টমার হারাবেন এটা নিশ্চিত।